সুকেশ-জ্যাকুলিনের ‘গোপন প্রেম’ কি পর্দায় আসবে
প্রতারণার দায়ে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের কথিত প্রেম নিয়ে বিস্তর চর্চা হয়েছে। জ্যাকুলিন অবশ্য সুকেশের সঙ্গে প্রেমের কথা বরাবরই অস্বীকার করেছেন। ভারতীয় গণমাধ্যম মিড ডে জানিয়েছে, সুকেশের সঙ্গে প্রেম নিয়ে নির্মিতব্য তথ্যচিত্রের জন্য প্রস্তাব গেছে শ্রীলঙ্কান অভিনেত্রীর কাছে।
সুকেশের কাণ্ডকীর্তি নিয়ে তথ্যচিত্র নির্মাণ করছে একটি বড় ওটিটি প্ল্যাটফর্ম। যেখানে সুকেশের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর বলিউড-যোগও তুলে আনতে চান নির্মাতা। সেখানে থাকতে পারে সুকেশ ও জ্যাকুলিনের ‘গোপন প্রেমপর্ব’।
0 Comments