বাবা যদি কোনোভাবে ব্যর্থ হয়, তাহলে সন্তানের কী হবে...


প্রায় ৪ দশকের অভিনয়জীবন মিশা সওদাগরের। অন্যদিকে শাকিবের আড়াই দশক। শাকিব তাঁর অভিনয়জীবনের শুরু থেকেই খলনায়ক হিসেবে পেয়েছেন মিশাকে। শতাধিক ছবিতে অভিনয় করেছেন তাঁরা। ঢালিউড সংশ্লিষ্টদের কারও মতে, নায়ক ও খলনায়কের দারুণ জুটি হয়ে উঠেছেন শাকিব খান ও মিশা সওদাগর। এই দুজনের সিনেমা হিট–সুপারহিট এবং ব্লকবাস্টারও হয়েছে। গেল ঈদুল ফিতরে ‘বরবাদ’ সিনেমায় নায়ক শাকিব খানের সঙ্গে খলনায়ক মিশা সওদাগর পর্দায় হাজির হয়েছেন বাবার চরিত্রে। যাঁরা ছবিটি দেখেছেন, তাঁরা একবাক্যে আরিয়ান মির্জা (শাকিব খান) ও আদিব মির্জার (মিশা সওদাগর) পর্দায় উপস্থাপন উপভোগ করেছেন।

বাবার চরিত্রে মিশার অভিনয় প্রশংসিত হলেও শুরুতে এই চরিত্র নিয়ে চিন্তিত ছিলেন মিশা। জানালেন, এই ধরনের চরিত্রের ঝুঁকিও ছিল। তবে আত্মবিশ্বাসী ছিলেন। মিশা বলেন, ‘এই চরিত্রের জন্য আমি মাস ছয়েক প্রস্তুতি নিয়েছি। সময়টাও পেয়েছিলাম, কারণ তখন আমি যুক্তরাষ্ট্রে ছিলাম। সন্তানদের সঙ্গে সময় কাটানোর বিষয় ছিল, ওরা সেখানে পড়াশোনা করে। যেহেতু ওখানে ৬ মাস ছিলাম, ওই সময়ের পুরোটায় আমি আদিব মির্জা হয়ে ওঠার চেষ্টা করেছি। আমার সামনে অনেকগুলো রেফারেন্স ছিল। পরিচালকের সঙ্গে কথা বলেছি। শাকিবের সঙ্গেও আলাপ করেছি। কারণ এবারই প্রথম আমরা বাবা–ছেলের চরিত্রে অভিনয় করেছি।’